মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » এখন নতুনধারার কর্মীদেরকে খুন-গুমের হুমকি দিচ্ছে-এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী।। লালমোহন বিডিনিউজ
এখন নতুনধারার কর্মীদেরকে খুন-গুমের হুমকি দিচ্ছে-এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ১০ দিন আমাকে আটকে রাখার পর এখন নতুনধারার কর্মীদেরকে খুন-গুমের হুমকি দিচ্ছে। ছাত্রশিবির-জামায়াত-জঙ্গীরা আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টির কাঁধের উপর ভর করে এখন নির্মমতায় মেতে উঠছে। টাকার বিনিময় পদ কিনে, নেতা কিনে স্বাধীনতা বিরোধীরা এখন নিখাদ দল-লীগ-পার্টির নেতা হয়ে যাওয়ায় আজ যখন তখন খুনের ঘটনা, গুমের ঘটনা ঘটছে। এই অবস্থায় আমাদেরকেই সবার আগে গড়ে তুলতে হবে প্রতিরোধ। যাতে করে এই দেশ শত্রুর অভয়াশ্রমে পরিণত না হয়। ১৫ মার্চ রাত থেকে ২৪ মার্চ পর্যন্ত অজ্ঞাত দুস্কৃতিকারীদের দ্বারা অপহৃত মোমিন মেহেদী ধারার রাজনীতিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। হোটেল মোঘল দরবারে ২৭ মার্চ বিকেল ৪ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নকুনধারা বাংলাদেশ-এনডিবি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান। বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ-এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক চাঁদ আহমেদ জীবন, দানেশ ফকির, বগুড়া জেলা এনডিবির সাধারণ সম্পাদক এস এম সুলতান, রাব্বী হাওলাদার, হরি দাস সরকার, তুষার ইমরান, আবদুল হালিম, মো. রুবেল, মোমিনুল ইসলাম, মো. মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।