মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘স্বাধীনতা ব্যাংক’ চাওয়ায় আমাকে অপহরণ করেছিলো- এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী।। লালমোহন বিডিনিউজ
‘স্বাধীনতা ব্যাংক’ চাওয়ায় আমাকে অপহরণ করেছিলো- এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ইসলামী ব্যাংকের নাম পরিবর্তন করে‘স্বাধীনতা ব্যাংক’ চাওয়ায় আমাকে অপহরণ করেছিলো দূষ্কৃতিকারীরা।
আজ যখন নতুন প্রজন্ম সাদাকে সাদা আর কালোকে কালো বলার চেষ্টা করছে, ছাত্রশিবির-জামায়াত-জঙ্গীরা তখন সরকারী দলের একাংশের সাথে যুক্ত হয়ে একের পর এক নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে।
স্বাধীনতা ব্যাংক বাস্তবায়নের দাবীতে গত ১৭ বছর রাজপথে ছিলাম; আগামীতেও থাকবো। জীবন দিয়ে হলেও এদেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি আর ধর্ম ব্যবসা বন্ধ করেই ছাড়বো ইনশাল্লাহ। ১৫ মার্চ রাত থেকে ২৪ মার্চ পর্যন্ত অজ্ঞাত দুস্কৃতিকারীদের দ্বারা অপহৃত মোমিন মেহেদী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। ২৬ মার্চ সকাল ১০ টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী জানানোর পর বিকেল ৪ টায় নতুনধারা বাংলাদেশ-এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবির খান কিরণ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, মনির জামান, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক চাঁদ আহমেদ জীবন, দানেশ ফকির, বগুড়া জেলা এনডিবির সাধারণ সম্পাদক এস এম সুলতান, রাব্বী হাওলাদার, হরি দাস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।