সোমবার, ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » স্বাধীনতা দিবস উপলক্ষে শাওন ফ্রি আইসিটি সেন্টারের র্যালী ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
স্বাধীনতা দিবস উপলক্ষে শাওন ফ্রি আইসিটি সেন্টারের র্যালী ও আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সাদীর হোসেন রাহিম : ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের উপস্থিতিতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ভোলা-৩ দ্বীপবন্ধু মহিলা সাইবার ফোরাম ও নূরুন্নবী চৌধুরী ফ্রি আইসিটি প্রশিক্ষণ প্রোগ্রামের শিক্ষক শিক্ষার্থী সহ তজুমদ্দিনের সকল শ্রেনী পেশার মানুষ।
রাত ১২টা ১ মিনিট থেকে ফুলে ফুলে ছেয়ে গেছে তজুমদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনার। সকালে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে র্যালীর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় এখানকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে আইসিটি পরিচালক নজরুল ইসলাম শুভরাজ এর সভাপতিত্বে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ প্রোগ্রাম তজুমদ্দিন শাখায় আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তাগণ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।