সোমবার, ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ভোলায় তুলাতলি মেঘনা নদীতে পূন্য স্নান।। লালমোহন বিডিনিউজ
ভোলায় তুলাতলি মেঘনা নদীতে পূন্য স্নান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, পুষ্পেন্দু মজুমদার,ভোলা : ভোলায় সূর্য ওঠার পর পরই রোববার ভোরে পূন্যলাভের আশায় তুলালী মেঘনা নদীতে পূন্য স্নানে অংশ নেন কয়েক শতশত হিন্দু ধর্মালন্বী নর-নারীরা।
ভোর থেকেই মেঘনা পাড়ে পূন্য তীর্থ ক্যাম্প স্থাপন করে স্নানের আয়োজন করেন জেলা পূজা উদযাপন পরিষদ। জেলার বিভিন্ন স্থান থেকে আসা পূন্য প্রার্থীরা কীর্তনের মধ্য দিয়ে স্নানে অংশ নেন। পরে সবাই এক যোগে সূর্য প্রনাম করেন। স্নানে নামার আগেই সূর্য-দেবের কাছ থেকে অনুমতি নেন ভক্তরা। সকাল থেকে একদিকে কীর্তন আপরদিকে পূন্য স্নানে অংশ নেয়াদের পদচারনায় উৎসবে পরিনত হয় ওই এলাকা। ভোলার খেয়াঘাট, বোরহানউদ্দিন উপজেলার খেয়াঘাট এলাকাও এ পূন্য স্নানের আয়োজন করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে বলেন, অনেকের পক্ষে নাঙ্গলবন্দর গিয়ে পূন্য স্নানে অংশ নেয়া সম্ভব হয়ে ওঠে না। তাই স্থানীয় পর্যায়ে ভোলার তুলাতুলি শাহবাজপুর পর্যটন কেন্দ্রের পাশই এ স্নানের আয়োজন করা হয়। এখানে একটি ঘাটলা নির্মানের দাবি জানান তিনি। একই সাথে একটি বাথ-রুম, টয়লেড ও নিরাপত্তা ব্যবস্থা রাখারও প্রস্তাব দেন তিনি। মদন মোহন মন্দির কমিটির সম্পাদক কানাই পাল জানান, গত দু বছর ধরে এমন আয়োজন চলছে। আগামীতে আয়োজন ব্যাপক করারও দাবি জানান সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক মিঠু দে।