সোমবার, ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশের নেতৃত্বের জন্য প্রস্তুত হতে শিশু-কিশোরদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।। লালমোহন বিডিনিউজ
বাংলাদেশের নেতৃত্বের জন্য প্রস্তুত হতে শিশু-কিশোরদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা: ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত হতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে আজকের শিশু-কিশোরদেরকে প্রস্তুত হতে হবে।
তিনি বলেন, শিশু-কিশোররা যেন সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সমাবেশে শেখ হাসিনার উপস্থিতিতে একযোগে একই সময়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।