সোমবার, ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।। লালমোহন বিডিনিউজ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সোমবার সকাল ৬টায় জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে প্রেসিডেন্ট এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুস্পস্তবক অর্পনের পরে শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুরের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও মন্ত্রীপরিষদের সদস্যরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়।
ফাইল ছবি,