রবিবার, ২৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে হোন্ডার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে হোন্ডার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে হোন্ডার ধাক্কায় আলমগীর (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার লালমোহন-নাজিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর বদরপুর ৬ নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল করিব বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে লালমোহন- নাজিরপুর সড়ক দিয়ে আলমগীর বাজার যাওয়ার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।