শনিবার, ২৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | মনপুরা | রাজনীতি | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে নৌকায় ভোট চাইলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে নৌকায় ভোট চাইলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, শেখ হাসিনা নেতৃত্বে আছেন বলেই চরফ্যাশনসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষার জন্য শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় বসাতে হবে। তিনি আরো বলেন,আমরা ১৬হাজার ৪শ’ মেগাওয়াট বিদ্যূত উৎপাদন করেছি। যার সুফল এখন বাংলাদেশের জনগন ভোগ করছে। তাই আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে হবে। চরফ্যাশনে উন্নয়ন প্রসংঙ্গে তিনি বলেন, সারা দেশের মতো চরফ্যাশনে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্থানীয় সংসদ সদস্য উপ মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশনের ব্যাপক উন্নয়ন করছেন। চরফ্যাশন এখন চর নয় এটি একটি আধুনিক মডেল শহরে রুপ নিয়েছে।
গতকাল শনিবার ভোলার চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়র মোশাররফ হোসেন একথা বলেন। সমাবেশে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়র মোশাররফ হোসেন’র সহধর্মীনি আয়েশা সুলতানা মোশাররফ, এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব’র সহধর্মীনি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নিলিমা নিগার সুলতানা জ্যাকব।
ফাতেমা-মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজান, শিক্ষার্থী লিজা মালতিয়া বক্তব্য রাখেন। স ালনায় ছিলেন অধ্যাপক মনির উদ্দিন চাষী। সূধি সমাবেশের আগে মন্ত্রী ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব একাডেমিক ভবন ও আলহাজ্ব এ কে এম আব্দুল মতিন মিয়া একাডেমিক ভবন উদ্বোধন করেন।
দুপুরে ফাতেমা মতিন মহাবিদ্যালয় মাঠে আয়োজিত নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করনে মন্ত্রী।