শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন, বিএনপি-জামায়াত নীল প্যানেল’র বিজয় ।। লালমোহন বিডিনিউজ
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন, বিএনপি-জামায়াত নীল প্যানেল’র বিজয় ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। বৃহস্পতিবার মধ্য রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে নীল প্যানেল ১০টি পদে ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ৪টি পদে জয়লাভ করে। সভাপতি পদে বিজয়ী নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার প্রাপ্ত ভোটসংখ্যা ২ হাজার ৩৬৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাদা প্যানেলের ইউসুফ হোসেন হুমায়ন।
তার প্রাপ্ত ভোটসংখ্যা ২ হাজার ৩১৫। সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাদা প্যানেলের এস কে মো. মোরসেদ। এছাড়া নীল প্যানেল থেকে সহসভাপতি পদে ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহসম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্যপদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান বিজয়ী হয়েছেন। অন্যদিকে সাদা প্যানেল থেকে সহসম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা ও শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ছয় হাজার ১৫২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ ওয়াই মশিউজ্জামান।