বুধবার, ২১ মার্চ ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | মনপুরা | রাজধানী | রাজনীতি | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » ভোলা-৪ আসনের সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম জামিনে মুক্ত।। লালমোহন বিডিনিউজ
ভোলা-৪ আসনের সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম জামিনে মুক্ত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন,ভোলা : ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার(২০মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুর কারাগার-২ থেকে বিএনপি’র এই নেতা মুক্তি পান।
কারামুক্ত হয়ে নাজিম উদ্দিন আলম বলেন, আমি মুক্তি পেয়েছি। কিন্তু এতে কোনো আনন্দ নেই। কারণ আমার নেত্রী জেলে। তিনি জামিন পাননি।
এসময় শারীরিকভাবে সুস্থ আছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহাখালী ডিওএইচএসে নিজ বাসা থেকে আটক হন নাজিম উদ্দিন আলম। পরে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।