মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে এইচএসসি ও আলিম পরীক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে এইচএসসি ও আলিম পরীক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন কলেজ, মাদরাসার অধ্যক্ষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস।সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার।
এতে উপস্থিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আসন্ন পরীক্ষার হলে কিভাবে নকল মুক্ত পরীক্ষা নেয়া যাবে তার উপর কঠোর নির্দেশনা দেন নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস।এব্যাপারে সভায় উপস্থিত উপজেলার পেশাদার সাংবাদিকদের নজরদারির প্রসঙ্গও আলোচনায় তুলে ধরেন তিনি।উল্লেখ্য,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস বোরহানউদ্দিনে আসার পর থেকেই বদলে গেছে উপজেলার শিক্ষা ব্যবস্থার কার্যক্রম।উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি বন্ধ করেছেন তিনি,বন্ধ করেছেন প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পূর্বে ছুটি দেয়ার কাজটিও।উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ ও অভিভাবকগণ এই উপজেলা নির্বাহী অফিসারের কাজে মুগ্ধ। নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস যেন চাকুরীর পুরো সময় জুড়ে বোরহানউদ্দিনে অবস্থান করেন এমনটাই চান উপজেলাবাসি।