সোমবার, ১৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভোলা-ঢাকা রুটে প্রতিদিন ৮ লঞ্চ চলার আদেশ ।। লালমোহন বিডিনিউজ
ভোলা-ঢাকা রুটে প্রতিদিন ৮ লঞ্চ চলার আদেশ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: ভোলা-ঢাকা নৌরুটে লঞ্চ রোটেশন বন্ধ রাখার পাশপাশি প্রতিদিন ৪টি করে মোট ৮টি লঞ্চ ছাড়ার আদেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে ভোলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামন এই আদেশ প্রদান করেন।
জানা গেছে, ভোলা-ঢাকা ঢাকা- ভোলা রুটে প্রতিদিন ৪টি করে মোট ৮ লঞ্চ ছাড়ার কথা লঞ্চ কর্তৃপক্ষ সিন্ডিকেট করে প্রতিদিন ৪টি লঞ্চ চলাচল করছে। এতে ভোলাবাসী লঞ্চ মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। বর্তমানে ভোলা-ঢাকা রুটে ৪টি লঞ্চের পরিবর্তে ২টি লঞ্চ চলায় এ রুটে প্রতিনিয়ত যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। এমনকি এই জেলায় অসুস্থ রোগীরও লঞ্চে যাতায়তের জন্য কেবিন না পেয়ে হয়রানির ভোগান্তিতে পরতে হচ্ছে। এছাড়া ভাড়াও আদায় করা হচ্ছে বেশি। একটি কেবিনের জন্য যাত্রীদের বহু দেনদরবার ও তদবির করতে হয়। এ বিষয়টি জেলায় ওপেন সিক্রেট হলেও কেউ কোন প্রতিকার করছে না। রোটেশন পদ্ধতি বাতিলের দাবিতে সচেতন নাগরিক সমাজ ও যাত্রীদের পক্ষ থেকে ব্যবসায়ী গত ২১ নবেম্বর রুহুল আমিন কুট্টি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বাদী বলেন, আদালতের আদেশে ভোলাবাসী আনন্দিত। এই আদেশ মেনে লঞ্চ চলাচলে আমাদের চাই কষ্ট-লাঘব হবে এবং ভোগান্তি কমবে বলে নিনি আশা প্রকাশ করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকট গোলাম মোর্শেদ কিরণ তালুকদার বলেন, ভোলা-ঢাকা রুটে লঞ্চ রোটেশন বন্ধ রাখার পাশপাশি প্রতিদিন ৪টি করে মোট ৮টি লঞ্চ ছাড়ার আদেশ দিয়েছেন আদালত। আদালত জনগণের পক্ষে এই আদেশ দিয়েছেন।