রবিবার, ১৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জাতির পিতার জন্মদিনে আনন্দ ও ঘুড়ি উৎসব।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে জাতির পিতার জন্মদিনে আনন্দ ও ঘুড়ি উৎসব।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস ২০১৮ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আনন্দ ও ঘুড়ি উৎসব পলিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্ দূস এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জাহির উদ্দিন বাবর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুস সালেহীন ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।