রবিবার, ১৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ জাল উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ জাল উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মেঘনা নদীর সুলিজ খাল ও মাছঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫টি বেহুন্দী জাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ১২ টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চলে। ভোলা কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার নুরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই অবৈধ জাল উদ্ধার করা হয়। উদ্ধার কৃত অবৈধ জাল তজুমদ্দিন ঘাটে মৎস্য অফিসারের উপস্থিতিতে পুড়ে ফেলা হয়েছে।