রবিবার, ১৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে স্-মিলে কাটা পড়ে বৃদ্ধ নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে স্-মিলে কাটা পড়ে বৃদ্ধ নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়েনের ৫নং ওয়ার্ড আনিচল হক মিয়ার বাজার এলাকায় স্-মিলে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহত বৃদ্ধের নাম আঃঅহিদ (৬৫) । তার বাড়ি ফরাজগঞ্জ ৭নং ওয়ার্ড এলাকায়।
জানা যায়, ১৭ মার্চ শনিবার সকাল ১১টায় দিকে স্থানীয় আনিছল হক মিয়ার বাজারে ফরাজগঞ্জ ইউপি মেম্বার মোা. নুরনবী’র মালিকানাধীন স্-মিলে গাছ কাটাতে যান আ: অহিদ। এ সময় স-মিলের শ্রমিকদের সাথে গাছ ধরতে গিয়ে অসতর্কতাবশত স-মিলের করাতের উপর পড়ে গিয়ে বাঁ হাত থেকে আড়াআড়ি ভাবে বুক, পেট পর্যন্ত কেটে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আঃ অহিদ।
এ ঘটনায় লালমোহন থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।