রবিবার, ১৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোনে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোনে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ ৯ নং ওয়ার্ডে বুশরা কনট্রাকশনের জাফনা এন্টার প্রাইজ নামে একটি ট্রলির চাপায় আঃ রব হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় রায়চাঁদ শেফালী রোডে সুলতান সাধু বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ পড়ে আঃ রব হাওলাদার বাড়ী ফিরছিল। এ সময় ট্রলি চালক মাসুদ মোবাইলে কথা বলছে আর ট্রলি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে আঃ রব হাওলাদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
আঃ রব হাওলাদারকে ট্রলি চালক মাসুদ চাপাদিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ছিদ্দিক মিয়ার পুল নামক এলাকায় স্থানীয়রা চালকসহ ট্রলিটি আটক করে ।
পরে ওই এলাকার ইউসুফ ও রাসেদ নামের দুই ব্যক্তি ট্রলি চালক মাসুদকে তাদের হেফাজতে নিয়ে সরিয়ে ফেলে।
এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশের সুরাত হাল রিপোর্ট করেছে।
যানবাহন চলাকালীন মোবাইলে কথা বলায় নিষেধাজ্ঞা থাকলে এ আইনটি মানছে না ড্রাইভারগণ। ফলে অহরহ ঘটছে দূর্ঘটনা।