শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | ভোলা | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ক্যামেরাপার্সন সুমন’র উপর ডিবি পুলিশের নির্যাতনের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
ক্যামেরাপার্সন সুমন’র উপর ডিবি পুলিশের নির্যাতনের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ডিবিসি নিউজ বরিশাল ক্যামেরাপার্সন সুমন হাসানের উপর ডিবি পুলিশের নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধনের আয়োজন করেছে সাংবাদিক সংগঠনগুলো।
শুক্রবার সকাল ১০টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট (টিসিএ), সকাল সাড়ে ১০টায় ভোলায় ভিডিও জার্নালিষ্ট ফোরাম ও বরিশালের হিজলা প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন স্থানের সাংবাদিক সংগঠনগুলো মানববন্ধনের আয়োজন করেছেন।
উল্লেখ, গত ১৩ মার্চ বরিশাল মঙ্গলবার দুপুর ২টার দিকে ডিবিসি নিউজ বরিশাল ক্যামেরাপার্সন সুমন হাসান অফিস থেকে বাসায় যাওয়ার পথে এক নিকটাত্মীয়কে গোয়েন্দা পুলিশে আটকের খবর পেয়ে তিনি নগরীর বিউটি রোডের ঘটনাস্থলে যান এবং পুলিশের কাছে পুরো বিষয়টি জানতে চান।
এসময় গোয়েন্দা পুলিশ তার পরিচয় জানতে চায়। সাংবাদিক পরিচয় পেয়েই তার ওপর চড়াও হয় গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এ সময় প্রকাশ্যে তার পরনে থাকা টি-শার্ট টেনেহিঁচড়ে এবং পেটাতে পেটাতে তাকে গোয়েন্দা পুলিশের গাড়িতে তোলা হয়। পথিমধ্যে তার অন্ডকোষ চেপে ধরাসহ অমানুষিক নির্যাতন করা হয়। এছাড়া সাংবাদিক ও তাদের পরিবার নিয়েও নানা অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়।
ডিবি পুলিশের এমন ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনায় তীব্র নিন্দা ও দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠে সাংবাদিকগণ।