বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোট বাক্স কাড়াকাড়ি করে নির্বাচনের দিন শেষ হয়ে গেছে- ভোলায় তোফায়েল আহমেদ।। লালমোহন বিডিনিউজ
ভোট বাক্স কাড়াকাড়ি করে নির্বাচনের দিন শেষ হয়ে গেছে- ভোলায় তোফায়েল আহমেদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অতীতের মত ভোটের বাক্স কাড়াকাড়ি করে নির্বাচনের দিন শেষ হয়ে গেছে। আগামী নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ। বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে। প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা। পৃথিবীর সব দেশেই এ রকম নিয়ম। যারা বলে তত্ত্বাবধায়ক সরকার চাই, সহায়ক সরকার চাই, তাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। এই সরকারের অধীনেই নির্বাচন হবে। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
বুধবার বিকালে ভোলার বাংলাস্কুল মাঠে ভোলা পৌর আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলার পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।