
সোমবার, ১২ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমিজমার বিরোধের জেরে গরুর খামারে আগুন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমিজমার বিরোধের জেরে গরুর খামারে আগুন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি :লালমোহনে জমিজমার বিরোধেকে কেন্দ্র করে প্রতিপক্ষের গরুর খামারে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১১ মার্চ রবিবার অনুমান রাত আটটায় সাতবাড়িয়া এলাকার চরকচ্ছপিয়া ৯ নং ওয়ার্ডের নুরনবী মাষ্টারের ছেলে রিজভির গরুর খামারে আগুন লাগে। আগুনে খামারের পাশে থাকা খেড়ের চাউলি সম্পুর্ন পুড়ে যায় । আশপাশের লোকজন খামারের গরুর রশি ছেড়ে দিলে ও দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টার কারনে খামারে থাকা ১২ টি গরু প্রানে বেচেঁ যায় । গত ২দিন পূর্বেও খামারে ২ টি গরু অদৃশ্য কারনে মারা যায়। এদিকে খামারের মালিক রিজভী সিঙ্গাপুর থেকে ফোনে বলেন, আমার খামার ও বাড়ি বাগানে সেখানে প্রায় ১১ একর জমি যা আমি ক্রয়সুত্রে মালিক। ২০০১ সালে এলকার মৃতঃ সেকান্দরের ছেলে নাছির গংরা বিএনপির রাজনৈতিক ক্ষমতা দিয়ে আমার জমি জোড়পূর্বক দখল করে ও একতরফা ভাবে রেকর্ড করে নেয়। এব্যাপারে অনেক শালিস বিচার হলেও তারা কোন বিচার না মেনে জোড়পূর্বক ভাবে আমার প্রায় ২একর জমি এখনও ভোগদখল করে রেখেছে। গত ২ সপ্তাহ পূর্বে আমার জমি দেখাশুনার দায়িত্বে থাকা রিপন আমার খামারে লোকজন নিয়ে মাটি কাটতে গেলে নাছির, তার ছেলে রুবেল দা, ছেনি নিয়ে রিপনের উপড় আক্রমন করে তাকে হত্যার চেষ্টা করে। তিনি আরো বলেন আমার খামারে আগুন দেওয়া,খামারের দুটি গরু মারা যাওয়া, ও রিপনকে হত্যা চেষ্টা সবই নাছির গংরা , আমাকে সেখান থেকে ২০০১ সালের মত উচ্ছেদ করার উদ্দেশে করেছে। এসকল অপকর্মের পিছনে নাছিরের বড় ছেলে বদরপুর যুবদলের সভাপতি মারুফের ইন্দন রয়েছে বলে রিজবী জানিয়েছেন। এব্যাপারে নাছিরের ব্যাক্তিগত মোবাইল নম্বর ০১৭৯২৯৯৭২৮২ তে যোগাযোগের চেষ্টা করা হলে সে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্বব হয়নি। বিষয়টি লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন থানার অফিসার্স ইনচার্জ দায়িত্বে ওসি তদন্ত সাখাওয়াত, বদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের মৌখিকভাবে অবগত করা হয়েছে।