রবিবার, ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ১০হাজার মিটার জাল জব্দ করেছে কোষ্টগার্ড।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ১০হাজার মিটার জাল জব্দ করেছে কোষ্টগার্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার বকশিঘাট এলাকায় শুক্রবার (তেতুঁলিয়া নদীতে) অভিযান চালিয়ে দশ হাজার মিটার জাল এবং অর্ধমণ ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোষ্টগার্ড। জানা যায়,
১০ মার্চ শুক্রবার কোষ্ট গার্ড বকশি ঘাটে তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে দশ হাজার মিটার জাল এবং ২০ কেজি ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেন।
চরফ্যাশন উপজেলার মৎস্য অফিসার মো: আলী আহমদ (০১৭২৮৩৯৬৫৫০) নাম্বারে জানতে চাইলে ব্যবহৃত মোবাইলটি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়ে উঠেনি।
এদিকে কোস্ট গার্ডের অভিযান অপারেশন পরিচালনা করেন উপজেলা প্রশাসন। উপজেলা মৎস্য বিভাগের মো: ফোরকানের সাথে কথা বললে তিনি জানান, অভিযান পরিচালনা কালে দশ হাজার মিটার জাল ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং শিকারকৃত মাছ এতিম খানায় দান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, সরকারের নিষেধাজ্ঞা অমান্যকারী অপরাধী,তাই সকলকে সরকারের আইন মেনে চলে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহযোগীতা করার জন্য উদ্বাত্ত আহবান জানান তিনি।