শুক্রবার, ৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিবিধ | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দ্বীপবন্ধু মহিলা সাইবার ফোরামের সদস্যদের মাঝে স্মার্টফোন বিতরণ।।লালমোহন বিডিনিউজ
দ্বীপবন্ধু মহিলা সাইবার ফোরামের সদস্যদের মাঝে স্মার্টফোন বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম: “তথ্য প্রযুক্তি ব্যবহার করি সমৃদ্ধশালী দেশ গড়ি” এই স্লোগান কে ধারন করে ভোলা-৩ দ্বীপবন্ধু মহিলা সাইবার ফোরামের প্রতিনিধি ও ফ্রি আইসিটি প্রশিক্ষণার্থীদের মাঝে স্মার্টফোন বিতরণ করেছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় ২৫ জন মহিলা প্রতিনিধি কে স্মার্টফোন দেওয়া হয়। মহিলা সাইবার ফোরামের প্রতিনিধিরা লালমোহন ও তজুমদ্দিনের গ্রাম পর্যায়ের যেকোনো সমস্যা সম্ভাবনা নিয়ে কাজ করবেন। এবং আ’লীগ সরকারের আমলে গঠিত যেসকল উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পাদন হয়েছে সেগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবেন। এ ধারা অব্যাহত রাখতে সাংসদ শাওন বিগত দিনেও প্রায় শতাধিক স্মার্টফোন বিতরণ করেন।
শুক্রবার ৯ই মার্চ সকাল ১০ ঘটিকার সময় নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টারের প্রধান কার্যালয়ে সাইবার ফোরামের পরিচালক নজরুল ইসলাম শুভরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, সাইবার ফোরামের সকল ওয়ার্ডের প্রতিনিধি, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সাংসদ শাওনের এ সকল ডিজিটাল কর্মকান্ডে মূগ্ধ হয়ে সংগঠনের প্রধান পরিচালক ও সাইবার ফোরামের নেতৃবৃন্দরা সাংসদ শাওন কে আধুনিক রোল মডেলের জনক উপাধিতে ভূষিত করেন।