বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অবাধে মাছ শিকার করেছে জেলেরা,, দেখার যেন কেউ নেই।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে অবাধে মাছ শিকার করেছে জেলেরা,, দেখার যেন কেউ নেই।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,এম,আর পারভেজ : ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদী এলাকার জেলেরা সরকারী নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে প্রতিদিন নদীতে জাল পেতে অবাধে মাছ শিকার করেছেন।
স্থানীয় প্রশাসনের কোন নজরদারি না থাকায় প্রতিদিনই নদীতে নামছেন জেলেরা, মাছ শিকার করছেন অহরহ।
সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের মৎস বিভাগ ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে মাছের অভয়াশ্রম ঘোষনা করেছেন।
এ সকল এলাকায় সবধরনের মাছ ধরা ও জাল ফেলা সম্পূর্ন নিষিদ্ধ করেছেন মৎস্য বিভাগ। কিন্তু লালমোহনের মেঘনা ও তেতুলিয়া নদী এলাকার জেলেরা সরকারী আইনকে বৃদ্ধাঙ্গালী দেখিয়ে মাছ শিকার করেছেন।
মেঘনার বাত্তির খাল, সর্দারের খাল (শাম পাটওয়ারীর দিঘীর পাড় ঘাট) গাইট্রার খাল ঘাট,বুড়িরদোন ঘাট,জোরা খাল ঘাট,চাঁদমিয়ার হাট সংলগ্ন ঘাট, বেতুয়া স্লুইজ ঘাট বাজার এলাকার নদীতে জেলেরা প্রতিদিন জাল ফেলে বিভিন্ন প্রজাতির
মাছ স্বীকার করছেন। এ সকল মাছ উপজেলার বিভিন্ন হাট বাজারে ও বিক্রি করতে দেখা যায়।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অনিক রহমানের ব্যবহৃত মোবাইলে কল করলে তিনি রিসিভ না করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।