
বুধবার, ৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষনা করতে হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষনা করতে হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন / মিজানুর রহমান লিপু লালমোহন : ভোলার লালমোহনে ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষনার দাবিতে ও দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে বর্নাঢ্য রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন আজও আমাদের চেতনা ও অর্থনৈতিক মুক্তির পথ দেখায়। ৭ মার্চের এ ভাষন বাঙ্গালি জাতির চেতনা ও মুক্তির সনদ। দীর্ঘ ২৩ বছর পাকিস্তানি সামরিক জান্তা শাসক নামের শোষক গোষ্ঠির নির্মম অত্যাচার অবিচার নির্যাতন নিপিড়নের শিকার বাঙ্গালি জাতির মুক্তির জন্য ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক এ ভাষন দেন। লালমোহন উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় এমপি শাওন আরো বলেন, ৭ মার্চের ভাষনের মধ্য দিয়ে সেদিন বাংলার ঘরে ঘরে দুর্ঘ তৈরি হয়েছিল। কৃষক শ্রমিকসহ বাংলার সকল মানুষ এ ভাষনে উজ্জিবিত হয়ে ঐক্যবদ্ধভাবে মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং স্বাধীনতা ছিনিয়ে আনে। এ ভাষনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনার দিক নির্দেশনা সহ স্বাধীনতা উত্তর অর্থনৈতিক মুক্তির ডাক দিয়েছিলেন। তিনি বলেন, জাতির জনকের এ ভাষন ইউনেস্কো কর্তৃক ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মেমোরিতে লিপিবদ্ধ হওয়ায় বাঙ্গালি জাতির মুখ উজ্জ্বল হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মর্যাদা বেড়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ সুদক্ষ নেতৃত্বে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাসনে উজ্জিবিত হয়ে গৌরব অর্জন করছে বাংলাদেশ। এ অনুষ্ঠানে ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষনার দাবি জানান এমপি শাওন। বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অনন্য দিন ৭ মার্চ পালন উপলক্ষ্যে এ বছর বর্নাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ উদ্দিপনায় বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়।
এসব কর্মসূচির মধ্যে বুধবার ভোর সাড়ে ৬টায় থানার মোড় আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ১০টায় সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে বর্নিল সাজে মানব নৌকা তৈরি, আলোচনা সভা এবং বেলা ১১টার দিকে বর্নাঢ্য রেলি পৌর শহর প্রদক্ষিণ করে লালমোহন মডেল হাই স্কুল মাঠে এসে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মোশারফ হোসেন সোহেলসহ সকল স্থরের নেতৃবৃন্দু ।