রবিবার, ৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিশ্বসন্ত্রাসীদেরকে ক্ষমা করবে না নতুন প্রজন্ম- মোমিন মেহেদী।। লালমোহন বিডিনিউজ
বিশ্বসন্ত্রাসীদেরকে ক্ষমা করবে না নতুন প্রজন্ম- মোমিন মেহেদী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সিরিয়া-মিয়ানমার সহ সারা বিশ্বের হত্যাযজ্ঞর নেপথ্য কারিগর বিশ্বসন্ত্রাসীদেরকে ক্ষমা করবে না নতুন প্রজন্ম। ধর্ম ব্যবসায়ী বা ধর্ম অবমাননাকারীদেরকে কখনোই যেমন ইতিহাস ক্ষমা করেনি; নতুন প্রজন্মও ক্ষমা করবে না। সারা বিশ্বের নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে অন্যায় আর অপরাধের বিরুদ্ধে শান্তি কর্মসূচী পালন করবে। আজ যেমন নতুনধারা বাংলাদেশ-এনডিবি বাংলাদেশে শুরু করেছে; এমনি করে সারা বিশ্বে সন্ত্রাসের জবাব দেয়া হবে শান্তি কর্মসূচীর মধ্য দিয়ে। আর এভাবেই বিশ্বময় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বাতি জ্বলবেই। ৪ মার্চ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিরিয়া-মিয়ানমার সমস্যা সমাধানের পাশপাশি সকল হত্যাযজ্ঞ বন্ধের দাবীতে RALLY for PEACE’ শীর্ষক কর্মসূচীর উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবির খান কিরণ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, মনির জামান, ফরহাদ শিমুল, চাঁদ আহমেদ জীবন, এসএম সুলতান, দানেশ ফকির, আলমগীর হোসেন, রাবেয়া আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর RALLY for PEACE’’ জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে হাইকোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেগুনবাগিচা হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে তোপখানা রোডস্থ কার্যালয়ে গিয়ে সমাপ্ত করেন।
সমাপ্তি বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্ম ১৯০৬, ১৯২২, ১৯৪৭, ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৭৫, ১৯৯০, ২০০৭ সহ ইতিহাসখ্যাত বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে ‘সাদাকে সাদা, আর কালোকে কালো’ বলে এগিয়ে চলছে। ইচ্ছে করলেই কোন অন্যায় আর কাঁধে বসতে পারবে না।
আমরা কাউকেই অন্যায়ের ব্যাপারে একচুলও ছাড় দেবো না। কেননা, তাদের প্রেরণা নবাব সিরাজ উদ্দৌলা, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, মওলানা ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা একে ফজলুল হক, কাজী নজরুল ইসলাম সহ সাহসী সকল বীর। যাদের রক্তে তৈরি এই মানচিত্র; তাদের জীবন থেকে শিখে এগিয়ে যাবেই বাংলাদেশ, এগিয়ে যাবেই বিশ্বময়। আর এই এগিয়ে চলার মূল কারণ অন্যায়ের প্রতিবাদ করা। তার প্রমাণ আজকের এই ‘জঅখখণ ভড়ৎ চঊঅঈঊ’…
র্যালী শেষে ড. মুহম্মদ জাফর ইকবাল-এর উপর হামলাকারীদরে গ্রেফতার ও বিচারের পাশাপাশি ষড়যন্ত্রকারীদরে খুঁজে বের করার আহবান জানান নতুনধারা বাংলাদেশ-এনডবিরি চেয়ারম্যান মোমিন মেহেদী।