রবিবার, ৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | ভোলা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » ফেসবুকে পোষ্ট, সাংবাদিকের উপরে হামলা, প্রশাসনের নিরবতা।। লালমোহন বিডিনিউজ
ফেসবুকে পোষ্ট, সাংবাদিকের উপরে হামলা, প্রশাসনের নিরবতা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলা আজকের ডাক ও প্রতিদিন বাংলাদেশ পত্রিকার সংবাদদাতা সাংবাদিক তুহিনের উপরে সন্ত্রাসী হামলার পর প্রশাসনকে জানানো হলেও অদৃশ্য কারণে নিরব ভূমিকা পালন করছে প্রশাসন। এতদিনে ও দায়ীদের বিরুদ্ধে তারা কোনো ব্যাবস্থা নেয়নি।
এদিকে সংবাদকমীর উপর সন্ত্রাসী হামলায় প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ, গত ২২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দক্ষিণ আইচা বাজারের সদর রোডে নিজাম বয়াতির দোকানের সামনে ও মাতাব্বর ইলেক্ট্রনিক্স এর দোকানে সাংবাদিক তুহিনের উপর হামলা করে কয়েকজন সন্ত্রাসী।
দায়িত্ব প্রাপ্ত অফিসার থাকার পরেও বহিরাগত লোক মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত পোষ্ট নিয়ে সাংবাদিক তুহিনের উপরে হামলা চালানো হয় বলে জানা গেছে।
সাংবাদিক তুহিন বলেন, বিষয়টা ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কে বিষয়টি জানানো হয়। একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার মানক্ষুন্ন করার চেষ্টা করতেছে। আমি চাই বিষয়টা ভালো করে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হউক।
আর আমি আমার নিরাপত্তা চাই।