বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » সাংবাদিক তুহিনের উপর চেয়ারম্যানের ছেলের পালিত সন্ত্রাসীর হামলার কোন বিচার নেই।।লালমোহন বিডিনিউজ
সাংবাদিক তুহিনের উপর চেয়ারম্যানের ছেলের পালিত সন্ত্রাসীর হামলার কোন বিচার নেই।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি:ভোলার,দক্ষিণ আইচা থানার সাংবাদিক তুহিনের উপরে হামলার ঘটনা ঘটেছে। গত ২২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দক্ষিণ আইচা বাজারের সদর রোডে নিজাম বয়াতির দোকানের সামনে ও মাতাব্বর ইলেক্ট্রনিক্স এর দোকানের সামনর এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার সময় সাংবাদিক তুহিন মাতাব্বর ইলেকক্ট্রনিক্স এর দোকানের ভিতরে মালিকের সাথে আলাপরত অবস্থায় হঠাৎ সাগর ও তৈয়ব মুন্নাসহ অজ্ঞাত কিছু সন্ত্রাসী হটাৎ কোমড় থেকে একটি লোহার রড বাহির করে বলতে থাকে একটু এদিকে আসেন।
তখন সাংবাদিক তুহিন বলেন, কেনো সামনে বসেন একটু কথা বলে আসি তখন ওই ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীরা আরো ৭/৮ জন পেছন থেকে রড দিয়ে আঘাত করা শুরু করে । পরে তুহিন দৌড়ে পালিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করে কিন্তু হামলাকারীরা তার পিছু নিলে তখন চরমানিকা ইউনিয়নের ইউপি সদস্য ইব্রাহিম তাদেরকে বাধা দেয়।
ধারনা করা হচ্ছে , এই ঘটনাটি ৯নং চর মানিকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাজি সফিউল্লাহ হাওলাদারের ছেলে আসরাফ তুহিনের পালিত সন্ত্রাসীরা এই ঘটনাটি ঘটায়।
এ ঘটনায় সাংবাদিক তুহিন বলেন, হঠাৎ তার উপর কেন এই হামলা তিনি কিছুই জানেন না। এ ঘটনার পর থেকে সাংবাদিক তুহিন, নিরাপত্তা হীনতায় রয়েছেন।
এবং ঘটনাটির নিউজ ভিবিন্ন মিডিয়াতে প্রকাশ করা হলে এখন তাকে মোবাইল ও ভিবিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছে
এ ব্যাপারে দক্ষিণ আইচা থানায় ও কোর্টে মামলা করার প্রক্রিয়া চলছে।