মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » শশীভূষণ মাধ্যমিক বিদ্যাালয়ের ৪র্থ বাৎসরিক ওয়াজ মাহফিল শুরু।।লালমোহন বিডিনিউজ
শশীভূষণ মাধ্যমিক বিদ্যাালয়ের ৪র্থ বাৎসরিক ওয়াজ মাহফিল শুরু।।লালমোহন বিডিনিউজ
কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন: শশীভূষণের ঐতিহ্যবাহী শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার শুরু হচ্ছে ৪র্থ বাৎসরিক ওয়াজ মাহফিল।
শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন ও শিক্ষকমন্ডলীদের পরিচালনায় এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ^নন্দিত মুফাসসিরে কুরআন ও তারণ্যের আহংকার মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক(কুয়াকাটা) খতিব, বায়তুন মামুর জামে মসজিদ,গুলশান-১,ঢাকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুহাম্মদ নূরে আলম নুরানী,খতিব, শশীভূষণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। হযরত মাওলানা মনিরুল ইসলাম শরীফ, খতিব,চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদ।
দেশবরেণ্য বক্তাগন এক দিনের জন্য কুরআন ও হাদীসের আলোকে ওয়াজ মাহফিল করবেন।
এ ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন, হযরত মাওলানা মুহিব্বুল্লাহ দা.বা.। উক্ত ওয়াজ মাহফিলে সকল ধর্মপ্রান মুসলমানদের দলে দলে যোগদান করার অনুরোধ করা হয়েছে।