সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » দক্ষিণ আইচায় শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
দক্ষিণ আইচায় শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭বছরের এক শিশুকণ্যাকে ধর্ষণ চেষ্টায় সালাউদ্দিন(৩৫) নামের এক লম্পটের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সালাউদ্দিন নজরুল নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত্যু দেলোয়ার হোসেনের ছেলে।
শিশুকণ্যার মায়ের অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারী মাগরিববাদ শিশুটি স্থানীয় নজরুল নগর ভক্তির হাট বাজার থেকে বাড়ি আসার সময়, একই এলাকার সালাউদ্দিন শিশুটিকে বিস্কুটের প্রলোভন দিয়ে আইয়ুব আলীর মায়ের ছারা বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে পাশে থাকা দুটি কুকুর ঘেঁউ ঘেঁউ করে এগিয়ে আসলে সালাউদ্দিন শিশুটিকে বিলের মাঝে নিয়ে পূণরায় ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি চিৎকার দিলে সালাউদ্দিন শিশুটিকে এক প্যাকেট বিস্কুট কিনে দিয়ে বলেন বাড়িতে গিয়ে সে যেন কিছু না বলে।
এদিকে রাত হয়ে গেল শিশুটি এখনো বাড়িতে না আসায় মা শিশুটিকে অনেক খোঁজাখুজি করে, না পেয়ে বাড়িতে চলে আসেন। কিছুক্ষন পর কাঁদকে কাঁদতে শিশুটি বাড়িতে আসলে মা তাকে কি হয়েছে, এতক্ষন কোথায় ছিলি জিজ্ঞাসা করলে, শিশুটি মাকে এসব ঘটনা বলেন বলে শিশুটির মা জানান।
শিশুটির মা আরো জানান,ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান,মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। তারা সাবাই বলেন ও খারাফ তাই কেউ বিচার না করায়, আজ রবিবার(২৫ফেব্রুয়ারী) দক্ষিণ আইচা থানার গিয়ে শিশুমেয়েকে ধর্ষণের চেষ্টায় একটি মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুর রহমান বলেন, আমি বাহিরে ছিলাম কোন অভিযোগ দায়ের হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।