রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বিনোদন | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » সিদ্ধেশ্বরী কলেজ এর শিক্ষা সফর-১৮, গান গাইলেন সাংসদ শাওন।(ভিডিও সহ) ।। লালমোহন বিডিনিউজ
সিদ্ধেশ্বরী কলেজ এর শিক্ষা সফর-১৮, গান গাইলেন সাংসদ শাওন।(ভিডিও সহ) ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: সিদ্ধেশ্বরী কলেজ এর শিক্ষা সফর ও বার্ষিক বনভোজন-২০১৮ পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দ্বীপবন্ধু নূরুন্নবী চৌধুরী শাওন এমপি ভোলা-৩।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা সাংসদ শাওন ও তার পত্নী ফারজানা চৌধুরী রত্না কে গান পরিবেশনের অনুরোধ জানান।
ভাষার মাসে গানের অনুরোধ। তাই সাংসদ শাওন কন্ঠে তুলে নিলেন লাল সবুজের চিরচেনা সুর, চিরচেনা বাংলা ভাষার গান ” আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই”।
গানটি দুটি লাইন কন্ঠে তোলেন সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। চিরচেনা সুরেলা গানটির অবশিষ্টাংশ তুলে ধরে শিক্ষার্থীদের আনন্দ প্রদান করেন শাওন পত্নী ফারজানা চৌধুরী রত্না।