রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » খালেদা জিয়ার জামিন শুনানি ২টায়, সবার দৃষ্টি আদালতে।। লালমোহন বিডিনিউজ
খালেদা জিয়ার জামিন শুনানি ২টায়, সবার দৃষ্টি আদালতে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি হবে আজ। কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন হচ্ছে কি না, তা জানার আগ্রহ রয়েছে গোটা দেশের মানুষের।
আজ রোববার দুপুরে হাইকোর্টে এই জামিন শুনানি হবে। আর সে জন্য গোটা দেশের মানুষের চোখও সেই দিকে। খালেদা জিয়া জামিন পাবেন, নাকি জামিন নাকচ হয়ে কারাগারেই থাকবেন তা জানার জন্য সবার দৃষ্টি এখন আদালতে।
সর্বোচ্চ আদালত জামিন মঞ্জুর করলে কারাগার থেকে খালেদা জিয়া কি আজই ছাড়া পাবেন, নাকি আরো সময় লাগতে পারে সে আলোচনাও এখন সবার মুখে মুখে। তবে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মতো গোটা দেশের মানুষ চেয়ে আছে খালেদা জিয়ার জামিন শুনানির দিকে।
দুপুর ২টায় জামিন আবেদনের ওপর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। খালেদা জিয়ার আবেদনটি হাইকোর্টে রোববারের কার্যতালিকায় ৩৬ নম্বরে আছে।
গত ২২ ফেব্র“য়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজ ২৫ ফেব্র“য়ারি দিন ঠিক করেন। স্থগিত করেন খালেদা জিয়ার অর্থদ-।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম। খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী প্রমুখ।