রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » কোটাপ্রথার সংস্কারের দাবিতে শাহবাগে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি।। লালমোহন বিডিনিউজ
কোটাপ্রথার সংস্কারের দাবিতে শাহবাগে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : কোটাপ্রথার সংস্কারের পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এই আন্দোলন পালন হচ্ছে।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আন্দোলনে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চাকরিপ্রত্যাশীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে কোটা শতকরা ৫৬ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ওই সব পদে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা, কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।
আন্দোলনের একজন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহিদুল আনোয়ার বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে। আমাদের মাইক কেড়ে নিয়েছে।’
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, শাহবাগ মোড়ে অবস্থান না করে শহীদ মিনারে গিয়ে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়।