বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ৫ দিন ব্যাপী একুশের বই মেলা শুরু।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ৫ দিন ব্যাপী একুশের বই মেলা শুরু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা, ভোলা ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৫ দিন ব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন। এর পর তিনি ঘুরে ঘুরে মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন। উপজেলা পাবলিক লাইব্রেয়ীর আয়োজনে মেলায় বইয়ের দোকানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ৫০টি স্টল দেয়া হয়েছে।
অপর দিকে বই মেলা উদ্বোধন শেষে বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি আবদুল কুদ্্দূসের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ঊষা’র মোড়ক উন্মোচন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
বোরহনউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় বিশেষ অতিথি ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, সাধারন সম্পাদক ও বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ উল্ল্যাহ, বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন। এছড়াও সভায় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজম মুকুল বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কবি আব্দুল কুদ্্দূসকে ‘তেঁতুলিয়ার কবি’ হিসেবে ঘোষনা দেন। তিনি শুধু একজন নির্বাহী কর্মকর্তা নয় তিনি কবি, সাহিত্যিক , লেখকসহ বিভিন্ন গুনের অধিকারি। অনুষ্ঠান সঞ্চালন করেন পাবলিক লাইব্রেয়ীর সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার।