সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি দলিল করাকে কেন্দ্র করে মারপিট, আহত-১।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমি দলিল করাকে কেন্দ্র করে মারপিট, আহত-১।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জমির দলিল করাকে কেন্দ্র করে ইসমাইল নামক এক পাটোয়ারিকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকায় শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালমা মৌজার ভুমি মালিক নিরব থেকে একই এলাকার জসিম ৮ শতাংশ জমি খরিদ করে। প্রায় দুই বছর আগে ইসমাইল পাটোয়ারির মাধ্যমে লালমোহন সাবরেজিষ্ট্রি অফিসে উক্ত জমির দলিল করা হয়। সম্প্রতি দলিল গ্রহিতা জসিম আড়াই শতাংশ জমি টিকেনা বলে অভিযোগ তোলেন। আর এজন্য জসিম দলিল লেখক ইসমাইল পাটোয়ারিকে দায়ি করে ধরপাকর শুরু করে এবং বিভিন্নভাবে জানে মেরে ফেলাসহ মারপিটের হুমকি ধামকি দিয়ে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে তোরাবগঞ্জ বাজার থেকে ঘটনার দিন ১৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৮টার দিকে পরিকল্পিতভাবে জাকির, জসিম, ফারুকসহ বিএনপির একদল ক্যাডার বাহিনি ইসমাইল পাটোয়ারির উপর অতর্কিত হামলা চালায়। তাকে ক্যাডার বাহিনি সিনেমা স্টাইলে তোরাবগঞ্জ বাজার থেকে তুলে এনে বিশ্বাস বাড়ির বাগানের পাশে বেদম মারপিট করে। এসময় হামলাকারিরা আওয়ামীলীগের কর্মী ইসমাইল পাটোয়ারির সাথে থাকা নগদ এক লাখ ষাট হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে জানা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ভোলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। ইসমাইল পাটোয়ারির ভাই চুন্নু ডাক্তারকেও মারপিট করে। স্থানীয়রা জানান, জাকির একটি সংঘবদ্ধ চক্র নিয়ে কাজ করে। লোকজনকে মারপিট করাসহ নানানভাবে হয়রানি টাকাকড়ি হাতিয়ে নেওয়াই তার কাজ। বিভিন্ন সময়ে জাকির বিশ্বাস নসু মুলাই, তোফাজ্জল ঢালি, আলমগির কাচারি, কৃষ্ণ মাতবর, সুমন মুলাই, কামাল মুলাই, মোশারফ মুনশি, জসিম বয়াতিসহ আরো অনেক লোকজনকে মারপিট করে বলে জানা যায়। এলাকায় নানান ধরনের অসামাজিক কাজকর্ম করে বলেও অভিযোগ পাওয়া যায়। আহত ইসমাইল পাটোয়ারি ন্যায় বিচার দাবি করেন।