রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিবিধ | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গার্মেন্টস ব্যবসায়ী রহিম নিখোঁজ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে গার্মেন্টস ব্যবসায়ী রহিম নিখোঁজ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার লালমোহন বাজার চৌরাস্তা এলাকায় মিয়া প্লাজার গার্মেন্টস ব্যবসায়ী মো. আ: রহিম রোববার ভোররাত থেকে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ রহিমের পরিবার সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে আব্দুর রহিম তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাসায় ফেরেন। রাতে স্ত্রী স্বপ্না বেগমের সাথে খাবার খেয়ে দুজনে শুয়ে পড়েন।
রোববার ভোররাতে ঘুম ভেঙ্গে গেলে স্বপ্না বেগম দেখেন তার স্বামী ঘরে নেই। স্বামীকে দেখতে না পেয়ে এদিকে সেদিক খোঁজাখুঁজি করেন।
এসময় স্থানীয়রা নিখোঁজ আ: রহিমের বাথরুমের পাশে একটি ছুরি, সিগারেটের প্যাকেট ও টিস্যু দেখতে পেয়েছেন বলে জানা যায়। এসব দ্রব্যাদি দেখে স্থানীয়দের মধ্যে গুঞ্জন রটে যায় “রহিম কি নিখোঁজ, নাকি গুম হয়েছে”?
পরবর্তীতে নিখোঁজ রহিমের স্বজনেরা বিষয়টি থানায় অবহিত করেন।
সংবাদ পেয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ শাখাওয়াত হোসেন, এসআই ছাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের বিভিন্ন এলাকায় খোঁজখবর নিতে থাকেন। তবে এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি।