শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » জেলায় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান চরফ্যাশনের খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা মাদ্রাসা।।লালমোহন বিডিনিউজ
জেলায় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান চরফ্যাশনের খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা মাদ্রাসা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মেহেদীহান্নান : ভোলা জেলায় এই সর্ব প্রথম চরফ্যাশন ধর্মীয় নারী কোরআন শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা মাদ্রাসা ২০১৮ সালে জেলা কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, এতে মোট ১২ জন ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহন করেন তার মধ্য খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ৬ জন্য ছাত্রী জেলায় প্রথম স্থান অধিকার করেন, ১ম স্থান অধিকার কারী হলেন মোসাম্মদ ফাতেমা (৮) মোসাঃ খাদিজা (৮) মোসাঃ ছুমাইয়া (৭) মোসাঃ নুছাইবা (১২) মোসাঃ মারজিয়া (৮) মোসাঃ কারিমা (৭) এরা সকলে চরফ্যাশন উপজেলায় ও ভোলা জেলা কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা মাদ্রাসা প্রধান মাসুম বিন আবুল ফাতাহ এই প্রতিবেদক কে জানান আমার মাদ্রাসাটি ২০১৩ সালে স্থাপিত, ইতি মধ্য ইনশাআল্লাহ ২০১৮ সালে জেলা এবং উপজেলায় প্রথম স্থান অধিকার করেন আল্লাহ রহম করলে এই ছাত্রীদেরকে দিয়ে আমি বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করাবো।