
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মানহানীর মামলায় খালেদা জিয়াকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন।। লালমোহন বিডিনিউজ
মানহানীর মামলায় খালেদা জিয়াকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মানহানির একটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর জন্য ঢাকার সিএমএম আদালতে আবেদন করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম নুর নবীর আদালতে এ আবেদন করেন এই মামলার বাদী এবি সিদ্দিকী। আবেদনে তিনি বলেন, এ মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে আছেন। তাই তাকে মানহানির এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হোক। শুনানি শেষে আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।
প্রসঙ্গত, বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে অবমাননা এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে ২০১৬ সালের ৩রা নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে এই মানহানির মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। রায়ের পর তাকে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে হয়। বর্তমানে সেখানেই তিনি ডিভিশনপ্রাপ্ত কারাবন্দি হিসেবে রয়েছেন।