
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমুদ্দিনে দক্ষিণ খাসের হাট বাজারে অগ্নিকান্ড, দোকান পুড়ে ছাই।। লালমোহন বিডিনিউজ
তজুমুদ্দিনে দক্ষিণ খাসের হাট বাজারে অগ্নিকান্ড, দোকান পুড়ে ছাই।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বাজারের ১০টি দোকান ভস্মিভূত হয়ে গেছে।
সোমবার আনুমানিক রাত ১২ টার দিকে ভযাবহ ঘটনাটি ঘটে।
এ সময় ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
স্থানীয়রা জানায়, আগুনে মেসার্স রিয়াজ ষ্টোর, মেসার্স আলাউদ্দিন ইলেকট্রনিক্স, মেসার্স সুমন কসমেটিক্স, মেসার্স বিল্লাল কিটনাশক, মেসার্স এম এস এন ইলেকট্রনিক্স, মেসার্স রহমান কসমেটিক্স, মেসার্স জাবেদ টেলিকম সহ দুইটি চায়ের দোকান ও একটি সেলুন পুড়ে যায়।
এতে প্রায় দেড় কোটির ও বেশী টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানায় দোকান মালিকরা।
মেসার্স বিল্লাল কিটনাষক প্রতিষ্ঠানের মালিক বলেন, অগ্নিকান্ডের ১দিন পূর্বে রবিবার ষাট লক্ষ টাকার কিটনাশক দোকানে পূর্ণ করেছেন। এত বড় ক্ষয়ক্ষতি কিভাবে পূরণ করবে তা নিয়ে চিন্তিত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।