রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা-মা ও মেয়ে গুরুতর জখম।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা-মা ও মেয়ে গুরুতর জখম।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় মা ও মেয়ে গুরুতর জখম হয়েছে। তথ্যসুত্রে জানাযায়, শনিবার দুপুর সারে ১২ টার সময় জমি নিয়ে বিরোধের জেরধরে কথার কাটা কাটি হলে সুমা বেগম (১৬) ও তার মা মুন্নি বেগমকে পিটিয়ে গুরুতর জখম করেছে একই এলাকার আইব আলী, কুদ্দুস , বশির , আমিনদ্দি সহ অজ্ঞাত ১০জন। এসময় স্থানীয় লোক আহত সুমা ও তার মা মুন্নি বেগমকে উদ্ধার করে, বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। আহত মুন্নি বেগম জানান, আমার স্বামীঃ মোঃ আলম ৭ বৎসর আগে আমার শশুর আমিন উদ্দিন এর কাছ থেকে ৮ শতাংশ জমি ক্রয় করেন। এবং আমার শাশুরীর ৮শতাংশ জমি মোট ১৬ শতাংশ জমিতে আমরা ভোগ দখলে আছি । হামলা কারীরা আমাদের জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে, আমরা বাধা দিলে আমার মেয়ে নবম শ্রেনীর ছাত্রী সুমা বেগমকে হত্যার উদ্দেশ্য পিটিয়ে মারাক্তক রক্তাত জখম করে ও স্লীলতাহানী করে। এসময় আমি ছারাতে গেলে আমাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এব্যাপারে হামলা কারী আইয়ুব আলীর কাছে জানতে চাইলে তাকে খুজে পাওয়া য়ায়নি। এব্যাপারে মুন্নি বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।