
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » খালেদা জিয়ার দেখাশুনা, ফাতেমার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ।। লালমোহন বিডিনিউজ
খালেদা জিয়ার দেখাশুনা, ফাতেমার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি অবস্থায় দেখাশুনার জন্য পরিচারিকা হিসেবে ফাতেমার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। এর আগে বন্দি অবস্থায় খালেদা জিয়ার পরিচারিকা চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আবেদনে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বয়স্ক মানুষ। তিনি একা চলাফেরা করতে পারেন না। তাই তার জন্য একজন পরিচারিকা প্রয়োজন।