
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী “বরিস জনসন”।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী “বরিস জনসন”।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আজ বেলা পৌনে একটার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে সড়ক পথে দুপুর দেড়টার দিকে উখিয়া উপজেলা কুতুপালং ট্রানজিট ক্যাম্প ও অন্তর্বর্তীকালীন ক্যাম্পগুলো তিনি পরিদর্শন করেন। সেখানে নতুন করে আসা নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কয়েকজন কর্মী।
পরে তিনি উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর।