শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এসএসসি পরীক্ষঅ, গণিতের প্রশ্নও ফাঁস, শিক্ষার্থীর মা আটক।। লালমোহন বিডিনিউজ
এসএসসি পরীক্ষঅ, গণিতের প্রশ্নও ফাঁস, শিক্ষার্থীর মা আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : রাজশাহীতে ফাঁসকৃত এসএসসির প্রশ্নপত্রসহ এক পরীক্ষার্থীর মাকে আটক করে পুলিশে সোপর্দ করে অভিভাবকরা। আজ শনিবার সকাল ১০টার দিকে ওই নারীকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এক নারী রাজশাহী পিএন গার্লস স্কুলের পাশে অন্নপূর্ণা স্টোরে যান এসএসসি পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে। এসময় দোকান মালিক ওই নারীকে কৌশলে আটক করেন। পরে তাকে বোয়ালিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
স্থানীয়রা আরও জানান, ওই নারী তার মোবাইলের প্রশ্নপত্র দেখে উত্তর লিখে দেয়ার সময় কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের জন্য উত্তর লিখে চান। এতে আপত্তি জানিয়ে ওই নারী সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন নারীকে আটক করা হয়েছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।