শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দৈনিক যুগান্তর প্রত্রিকার উৎসব সম্পন্ন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে দৈনিক যুগান্তর প্রত্রিকার উৎসব সম্পন্ন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ২ দিন ব্যাপী যুগান্তর উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় লালমোহন প্রেসক্লাবে যুগান্তর স্বজন সমাবেশ লালমোহন উপজেলা কমিটির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় লালমোহনে যুগান্তর উৎসব ২০১৮। যুগান্তরের লালমোহন প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জসিম জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য মোঃ মনিরুল ইসলাম হাওলাদার, লালমোহন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন হাওলাদার, লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মীর খায়রুল কবীর, ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের, জাতীয় পার্টীও কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুন্নবী সুমন।
আরো উপস্থিত ছিলেন, লালমোহন পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাসুদ রানা রনি, যুগান্তর স্বজন সমাবেশ লালমোহন কমিটির সভাপতি প্রভাষক বাশার ইবনে মমিন, সম্পাদক তপতী রাণী সরকারসহ লালমোহনের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার কর্মরত সাংবাদিকগন।
এর আগে বৃহস্পতিবার উৎসবের প্রথম দিনে শিশু কিশোরদের ছবি আঁকা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়।