
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।। লালমোহন বিডিনিউজ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : খালেদা জিয়া কারাগারে যাওয়ায় চেয়ারপারসনের অনুপস্থিতিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে তারেক রহমান। গতকাল রায়ের পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায় নিয়ে প্রতিক্রিয়া জানানোর পর সাংবাদিকদের প্রশ্নে বলেন, গঠনতন্ত্রে দল পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা আছে। সেই অনুযায়ী দল চলবে।
এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, দলের গঠনতন্ত্রে আছে চেয়ারপারসন কোনো কারণে সাময়িকভাবে অনুপস্থিত থাকলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এটাই গঠনতন্ত্রের বিধান। উল্লেখ্য, বিএনপির গঠনতন্ত্রের ৮ ধারায় রয়েছে চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান।