
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মির্জা ফখরুল’র নেতৃত্বে পল্টনে হাজার হাজার মানুষের বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
মির্জা ফখরুল’র নেতৃত্বে পল্টনে হাজার হাজার মানুষের বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মুকাররাম থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।
মিছিলটি বায়তুল মুকাররামের উত্তর গেট থেকে শুরু হয়ে দৈনিক বাংলা ও ফকিরাপুল হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে।
মিছিলের সামনে পেছনে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য রয়েছে।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ আদালতে ৫ বছরের কারাদণ্ড দিয়ে জেলে প্রেরণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি।
রাজধানী ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, বগুড়াসহ সারা দেশে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হচ্ছে।