শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স এর নার্স শাহনাজ’র অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলারার চরভুতা ৮নং ওয়ার্ড বাংলাবাজার এলাকার নিজাম উদ্দিনের সন্তান সম্ভবা স্ত্রী রুবাইয়া বেগম’র (২৫) প্রসব বেদনা শুরু হলে বৃহস্পতিবার সকালে লালমোহন সদর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
এসময় কর্তব্যরত নার্স শাহনাজ প্রসূতিকে ফিরিয়ে দিয়ে বলেন, এখনো প্রসবের সময় হয়নি।
নার্সের কথায় পৌর ৬নং ওয়ার্ড এলাকায় বাবার বাড়ি ফিরে যান প্রসূতি। বৃহস্পতিবার গভীর রাতে প্রসব বেদনা শুরু হলে নার্স শাহনাজ’র সাথে যোগাযোগ করে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রুবাইয়া।
শুক্রবার সকালে একটি মৃত সন্তান প্রসব করেন তিনি।
এদেকে নার্স শাহনাজের অবহেলা ও তাঁর ব্যবহৃত কাঁচির আঘাতে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নবজাতকের বাবা নিজাম উদ্দিন। নবজাতকের মাথায় কাঁচির আঘাতের চিহ্ন ও রক্ত দেখিয়ে নিজাম উদ্দিন বলেন, নার্সের কাঁচির খোঁচায় নবজাতকের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে নবজাতকের মৃত্যু হয়।
এব্যাপারে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শাহনাজ’র কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এটা কাঁচির চিহ্ন নয়। এটা প্রসবকালীন রক্তের দাগ।