
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবিব উন নবী খান সোহেল আটক।। লালমোহন বিডিনিউজ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবিব উন নবী খান সোহেল আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগ থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
তাদের দাবি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোহেলকে আটক করেছে।
ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলের বিরুদ্ধে ১৪৩টি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
আগামী ৮ ফেব্র“য়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় হবে। এ রায়কে ঘিরে আন্দোলন গড়ে তুলতে সক্রিয় ছিলেন সোহেল। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিলেন যেসব বিএনপি নেতা আন্দোলনে মাঠে নামবেন না তাদের তিনি চুড়ি পরিয়ে দেবেন।