শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » “৩২ ধারা” বাতিলের দাবীতে বনপা’র মানববন্ধন কর্মসূচি পালিত।। লালমোহন বিডিনিউজ
“৩২ ধারা” বাতিলের দাবীতে বনপা’র মানববন্ধন কর্মসূচি পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা :“ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” খসড়ার কালো “৩২ ধারা” বাতিলের দাবিতে সারা বাংলাদেশের অনলাইন গণমাধ্যমের অভিভাবক সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা) এর সভাপতি সুভাষ সাহা ও মহাসচিব এ এইচ এম তারেক চৌধুরী নেতৃত্বে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হলো।
৩রা ফেব্রুয়ারী শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বনপা’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বনপা’র সভাপতি সুভাষ সাহা বলেন, আমরা বলতে চাই, আমরা গুপ্তচর নই, আমরা সাংবাদিক। দেশে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের সহযোদ্ধা। তাই আমাদের জোর দাবী প্রস্তাবিত “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” কালো ধারা ৩২ সহ ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারা অবিলম্বে বাতিল করে এই আইন পাশ করা হোক। না হলে ডিজিটাল তথা অনলাইন সাংবাদিকতার অধিকার খর্ব হবে এবং স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্থ হবে। এই ধারাগুলো সাংবাদিকতা বিরোধী ও গণবিরোধী বলে প্রতীয়মান হচ্ছে। এই আইন সংসদে পাস করা হলে সাংবাদিকরাই হবেন এর বড় শিকার। প্রভাবশালী, দুর্নীতিবাজ এবং অপরাধীদের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং পরিবেশন করা অপরাধ হিসেবে গণ্য হবে। এর ফলে সাংবাদিকতা, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা এবং জানার অধিকার ব্যাহত হবে। অবিলম্বে এই ধারাগুলো প্রত্যাহার করতে হবে।
উক্ত মানববন্ধনে বনপা’র মহাসচিব এ এইচ এম তারেক চৌধুরী বলেন, বর্তমান সরকার গত ২৯শে জানুয়ারী ২০১৮ইং তারিখ রোজ সোমবার মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” খসড়ার চুড়ান্ত অনুমোদন দেয়। আমরা সরকারকে সাধুবাদ জানাই। প্রস্তাবিত আইনের “৩২ ধারায়” বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেআইনি প্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বেআইনিভাবে প্রবেশ করে কোনো ধরনের গোপনীয় বা অতিগোপনীয় তথ্য-উপাত্ত কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্ক বা ডিজিটাল নেটওয়ার্ক অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে গোপনে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করেন বা করতে সহায়তা করেন তাহলে তা গুপ্তচরবৃত্তির অপরাধ বলে গণ্য হবে। এর জন্য ১৪ বছরের জেল ও ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ার ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারায় বিলুপ্তি ঘোষনাকৃত আইসিটি আইনের ৫৭ ধারার অনুরূপ বক্তব্য যুক্ত করা হয়েছে। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই যুগে আমরাও ডিজিটাল আইন চাই। ডিজিটাল সাংবাদিকতার কন্ঠ রোধ করে এমন আইন চাই না। আমরা সারা বাংলাদেশের অনলাইন গণমাধমের অবিভাবক সংগঠন বনপা’র পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” কালো ধারা ৩২ সহ ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারা অবিলম্বে বাতিল করে এই আইন পাশ করা হোক। নাহলে অনুসন্ধানী সাংবাদিকতার অধিকার হরন হবে। আমাদের দাবী বর্তমান সরকার অনলাইন গণমাধ্যমের জন্য জাতীয় অনলাইন নীতিমালার খসড়া চুড়ান্ত করেছে, অবিলম্বে এই নীতিমালা জাতীয় সংসদে পাশ করা হোক এবং অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়া হোক। নাহলে সারা দেশব্যাপী আরো কঠোর আন্দোলন করা হবে।
বনপা’র অন্যান্য নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, আপনারা জানেন বহু আন্দোলন সংগ্রামের পরে বর্তমান সরকার জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭ চুড়ান্ত করেছে। অবিলম্বে নীতিমালাটি বাংলাদেশ জাতীয় সংসদে পাশ করা হোক এবং অবিলম্বে অনলাইন গণমাধ্যমগুলো বিনামূল্যে নিবন্ধন সহ সরকারী-বেসরকারী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হোক। না হলে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা) এর পক্ষ থেকে সারা দেশব্যাপী আরো কঠোর আন্দোলন করা হবে।
বনপা’র অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফয়েজ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট বি এইচ বেলাল, কোষাধক্ষ্য মোঃ কবির হোসেন, যুগ্ন মহাসচিব এ কে এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহমুদ রিয়াজ, মহিলা বিষয়ক সম্পাদক জোহুরা পারভিন জয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য কবির আহমেদ লিঞ্জু, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল ওয়াহেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মুরাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মোস্তফা খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল মান্নান সাগর, কেন্দ্রীয় কমিটির সদস্য তারিক হোসেন জনি, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান শরিফ প্রমুখ।