শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চরাঞ্চলের প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে- চরজহিরুদ্দিনে এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
চরাঞ্চলের প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে- চরজহিরুদ্দিনে এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী দুর্গম এলাকা চরজহিরুদ্দিনের মানুষের ভাগ্যোয়নে প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হবে।
শুক্রবার দুপুরে চর জহিরুদ্দিনে উন্নয়ন সমাবেশ এসব কথা বলেন ভোলা ৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর জহিরুদ্দিনের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। চরবাসীর ভাগ্যোন্নয়নে জলবায়ু প্রকল্পের আওতায় মাধ্যমে সোলার প্রকল্পের মাধ্যমে ৩০০ সোলার দিয়ে অসহায় মানুষদের ঘর আলোকিত করা হবে। এক মাসের মধ্যে তজুমদ্দিন উপজেলায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য ১০০টি নলকুপ বসানো হবে। এই চরবাসীও সেই নলকূপ পাবে।
এমপি শাওন বলেন, গৃহহীন মানুষের জন্য গুচ্ছগ্রাম তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী ছিন্নমূল মানুষের আবাসনের জন্য কাজ করে যাচ্ছেন। প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হবে। এসব ঘর পেতে কাউকে কোন টাকা দিতে হবে না।
কেউ যদি এসব ছিন্নমূল পরিবারগুলোকে ঘর পাইয়ে দেয়ার কথা বলে টাকা দাবি করে তা হলে তা সহ্য করা হবে না বলে ও কঠোর হুশিয়ারি প্রদান করেন তিনি। চরে কোন সন্ত্রাসী ডাকাতি সহ্য করা হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে গুচ্ছগ্রাম প্রকল্প -২ এর জাতীয় প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো: মাহবুবুল আলম বলেন, মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রধনমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চরজহিরুদ্দিনে দুটি প্রজেক্ট দেয়া হয়েছে।
এছাড়াও বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ নাসিম হাওলাদার, ১নং বড় মলংচড়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন বাবুল, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, নিশ্চিন্তপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ মাষ্টার, প্রকৌশলী রুবায়েত হোসেন দিপু প্রমূখ।
এর আগে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এবং গুচ্ছগ্রাম প্রকল্প -২ এর জাতীয় প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো: মাহবুবুল আলম চর জহিরুদ্দিনের নিশ্চিন্তপুর গুচ্ছগ্রামের ৯০টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শণ করেন।
এসময় অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এমপি শাওন ।