
বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় কোষ্ট গার্ডের অভিযান ৩০মন ঝাঁটকা উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
ভোলায় কোষ্ট গার্ডের অভিযান ৩০মন ঝাঁটকা উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার ভেদুরীয়া ল ঘাটে অভিযান চালিয়ে ৩০মন ঝাঁটকা ইলিশ উদ্ধার করেছে ভোলা কোষ্ট গার্ড। কোষ্ট গার্ডের পেটি অফিসার মোঃ মনির সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত্র ১০টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চালায়। কোষ্ট গার্ড জানায়, , বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু মাছঘাট থেকে ট্রাক যোগে ৩০মন ঝাঁটকা ইলিশ ররিশালে পাচার করছিল এসময় গোপন সংবাদের ভিত্তিতে ভেদুরীয়া ল ঘাটে অভিযান চালিয়ে ঝাঁটকা গুলো আটক করি। আটক ঝাঁটকা ইলিশ বিভিন্ন এতিম খানায় বিলিকরে দেওয়া হয়। ভোলা কোষ্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নুরুজ্জামান জানান, অবৈধ কারেন্ট জাল , চরঘেরা জাল, বেহুন্দী জাল ও ঝাঁটকা ইলিশের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।