মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিক্ষা | সর্বশেষ » চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার এওয়াজপুর ইউনিয়নের সাবেক মেম্বার আঃ হক মিয়ার বাড়ীর কাছে চরফ্যাশন টু দক্ষিণ আইচা সড়কের উপর কাকঁড়া টলীর সাথে ধাক্কা লেগে রাহাদ(৬)এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার(৩০জানুয়ারী) সকাল ১১দিকে এ দূর্ঘটনা ঘটে। রাহাত এওয়াজপুর ৬নং ওয়ার্ডের মোঃ কামালের ছেলে।
শশীভূষন থানার উপ-পরিদর্শক(এসআই) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি মায়ের সাথে দুই দিন আগে নানা মাহে আলমের রাড়ীতে রেড়াতে আসে। নানা মাহে আলমের রাড়ী চরফ্যাশন টু দক্ষিণ আইচা সড়কের পাশে। শিশুটি রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়ার সময় কাকঁড়া টলীর ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
শশীভূষন থানান অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার এ তথ্য নিশ্চিত করেন।